কক্সবাজারে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি’র শোরুম চালু
দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর স্পোর্টস চেইন শপ দুরন্ত স্পোর্টস গ্যালারি’র একটি শোরুম চালু হয়েছে কক্সবাজার সদরে। সম্প্রতি আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল শোরুমটি উদ্বোধন করেন।
নতুন এই শোরুমে বিভিন্ন ধরনের বাইসাইকেল ও বাইসাইকেল এক্সেসরিজ, ফিটনেস সামগ্রী, ক্রিকেট, ফুটবল খেলার নানা ধরনের সামগ্রী রয়েছে, যা সব বয়সী ক্রেতার চাহিদা পূরণ করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে আর এন পাল বলেন, ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি প্রতিষ্ঠার মূল লক্ষ্য হলো দেশব্যাপী মানসম্মত ও আধুনিক স্পোর্টস সামগ্রী সহজলভ্য করা। পর্যটন নগরী কক্সবাজারে আমাদের নতুন শোরুম চালু হওয়ায় এখানকার মানুষ আরও সহজে আন্তর্জাতিক মানের ক্রীড়া সামগ্রী পাবেন।’
আরও পড়ুন
বাজারে এলো প্রথম দেশি ই-বাইক আরএফএলের ‘দুরন্ত’
সেরা ব্র্যান্ডের পুরস্কার পেলো প্রাণ-আরএফএল গ্রুপের তিন পণ্য
প্রাণ-আরএফএলের দুই প্রতিষ্ঠান পেলো আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড
তিনি আরও বলেন, ‘আমরা বিশ্বাস করি মানসম্পন্ন স্পোর্টস ও ফিটনেস পণ্য সহজলভ্য হলে তরুণ সমাজ ক্রীড়ায় আরও বেশি সম্পৃক্ত হবে এবং একটি সুস্থ প্রজন্ম গড়ে উঠবে। গ্রাহকদের আস্থা ও সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই আমরা আমাদের পণ্যের পরিসর বাড়ানোর কাজ করছি।’
দুরন্ত স্পোর্টস গ্যালারি’র বিজনেস ইউনিট হেড সিরাজুল গনি মঞ্জু, হেড অব সেলস কামাল হোসেন, ব্র্যান্ড ম্যানেজার মুশফিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এসময় উপস্থিত ছিলেন।
ভোক্তাদের হাতে সাশ্রয়ীমূল্যে উন্নতমানের ক্রীড়া ও ফিটনেস সামগ্রী পৌঁছে দিতে ২০১৬ সালে যাত্রা শুরু করে দুরন্ত স্পোর্টস গ্যালারি। রাজধানীসহ সারাদেশে দুরন্ত স্পোর্টস গ্যালারির ১৫০টি শোরুম চালু রয়েছে।
ইএ/এএসএম