সিঙ্গাইরে মিডল্যান্ড ব্যাংকের এজেন্ট বুথ চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৪ এএম, ১৯ মার্চ ২০১৯

গ্রামীণ জনপদে আধুনিক ব্যাংকিং সেবা পৌঁছে দিতে মানিকগঞ্জের সিঙ্গাইরে এজেন্ট ব্যাংকিং‌য়ের নতুন সেন্টার চালু ক‌রে‌ছে মিডল্যান্ড ব্যাংক।

সোমবার সিঙ্গাইর থানার চান্দহর ইউনিয়নের ফতেহপুর বাজারে নতুন এ সেন্টার উদ্বোধন ক‌রেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মো. আহসান-উজ জামান।

তৃণমূল পর্যায়ে ব্যাংকিং সেবা প্রদানের জন্য স্থানীয় ব্যবসায়ী প্রতিষ্ঠান মেসার্স জননী ট্রেডার্সকে ব্যাংকের এজেন্ট হিসেবে নিযুক্ত করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের রিটেল ডিস্ট্রিবিউশন বিভাগের প্রধান মো. রিদওয়ানুল হক, অপারেশন বিভাগের প্রধান মো. মাহাবুবুর রহমান, পাড়াগ্রাম শাখার ম্যানেজার মো. তৌহিদুল আমিন মজুমদার ছাড়াও মেসার্স জননী ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. দেলোয়ার হোসেনসহ ব্যাংকের গ্রাহক, শুভানুধ্যায়ী ও এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসআই/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।