দিনাজপুরে জেনিথ লাইফের উন্নয়ন সম্মেলন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২২ জানুয়ারি ২০২০

দিনাজপুরে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের উন্নয়ন সম্মেলন এবং এক গ্রাহকের মৃত্যুর পর বীমা দাবির চেক প্রদান করা হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সকালে জেনিথ ইসলামী লাইফের দিনাজপুর সার্ভিস সেন্টারের আয়োজনে চেক প্রদান ও উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়।

দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে দিনাজপুর সার্ভিস সেন্টারের ইনচার্জ প্রভাষক মকলেছুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মূখ্য নির্বাহী কর্মকর্তা ড. এস এম নুরুজ্জামান।

jenith2

এছাড়া আরও উপস্থিত ছিলেন কোম্পানির সিনিয়র ডিএমডি মুহাম্মাদ কামরুল ইসলাম, ডিএমডি আব্দুল মজিদ, সৈবুর রহমান, ডিজিএম নিজাম উদ্দিন, পিডি গোলাম মর্তুজা মাসুদ, প্রভাষক আব্দুর রশিদ, আসাদুজ্জামান দুলাল চৌধুরী প্রমুখ।

অনুষ্ঠানে রেজাউল নামের একজন বীমা গ্রাহকের নমিনিকে চার লাখ ১৪ হাজার টাকা বীমা দাবির চেক দেয়া হয়। এই গ্রাহক ২৯ হাজার ৯৭০ টাকার দুটি কিস্তি জমা দিয়ে মারা যান।

এমএএস/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।