বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসই পরিচালক হলেন সিদ্দিকুর রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০৩ পিএম, ০৯ ডিসেম্বর ২০২০

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিনা প্রতিদ্বন্দ্বিতায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) ভাইস প্রেসিডেন্ট এবং স্টার্লিং গ্রুপের চেয়ারম্যান মো. সিদ্দিকুর রহমান।

ডিএসই সূত্রে জানা গেছে, আগামী ২৪ ডিসেম্বর নির্বাচনের জন্য আগ্রহী প্রার্থীদের ৩ ডিসেম্বর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সুযোগ ছিল। তবে এই সময়ের মধ্যে শুধুমাত্র মো. সিদ্দিকুর রহমান মনোনয়নপত্র জমা দেয়ার কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে আগামি ২৪ ডিসেম্বর ভোটগ্রহণের দরকার হবে না।

সূত্র আরও জানায়, আনুষ্ঠানিকভাবে ডিএসইর ৫৯তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হবে। এবারের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদ।

এর আগে আইনগত জটিলতার কারণে সাবেক পরিচালক মিনহাজ মান্নান ইমনকে বিতর্কিতভাবে সরিয়ে দেয়া হয় এবং তার জায়গায় গত ৮ অক্টোবর ডিএসইর শেয়ারহোল্ডার কোম্পানি স্টার্লিং স্টকস এন্ড সিকিউরিটিজ লি. এর চেয়ারম্যান সিদ্দিকুর রহমানকে পরিচালনা পর্ষদ পরিচালক হিসেবে মনোনীত করে৷

সিদ্দিকুর রহমান বাংলাদেশ গার্মেন্ট ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের (বিজিএমইএ) সাবেক সভাপতি। এর আগে তিনি ২০১০-২০১১ মেয়াদে বিজিএমইএ সহ সভাপতি (অর্থ) এবং ২০১২-২০১৩ মেয়াদে দ্বিতীয় সহ-সভাপতি পদে দায়িত্ব পালন করেন।

এমএএস/এসএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।