রবির সঙ্গে বিইউবিটির সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:০৪ পিএম, ২৩ ডিসেম্বর ২০২০

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) ও টেলিকম্যুনিকেশন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

মঙ্গলবার (২২ ডিসেম্বর) বিইউবিটির রূপনগরস্থ স্থায়ী ক্যাম্পাসের ইন্টারন্যাশনাল কনফারেন্স হলে এ চুক্তি সই করা হয়।

বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. মো. ফৈয়াজ খান এবং রবি আজিয়াটা লিমিটেডের চিফ অ্যান্টারপ্রাইজ বিজনেস অফিসার মো. আদিল হোসেন নোবেল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।

এসময় উভয় প্রতিষ্ঠানের উধ্র্বতন কর্মকর্মারা উপস্থিত ছিলেন। সমঝোতা স্মারকে বিইউবিটির শিক্ষার্থীদের অনলাইন ক্লাস এবং পরীক্ষার জন্য স্বল্পমূল্যের উচ্চ-গতির ইন্টারনেট ডেটা সরবরাহ করাসহ শিক্ষাসংক্রান্ত বিভিন্ন বিষয় ছিল।

প্রযুক্তিগত সহযোগিতায় শিক্ষার্থীদের পাশে থাকায় রবিকে আন্তরিক ধন্যবাদ জানান বিইউবিটির উপাচার্য ড. ফৈয়াজ খান।

আদিল হোসেন নোবেল বলেন, আমরা বিশ্বাস করি- করোনাকালে শিক্ষাগ্রহণ কার্যক্রম বন্ধ থাকতে পারে না। রবি একটি প্রযুক্তি প্রতিষ্ঠান এবং বিইউবিটিও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তাই এই সমঝোতা অনলাইন ক্লাসে ও পরীক্ষায় শিক্ষার্থীদের অংশগ্রহণ আরো বাড়াবে বলে মনে করি।

ইএআর/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।