কারণ ছাড়াই বাড়ছে সোনালী আঁশের শেয়ারের দাম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৮ এএম, ২৯ ডিসেম্বর ২০২০

এক মাসের বেশি সময় ধরে অনেকটা টানা বেড়ে চলেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত সোনালী আঁশের শেয়ারের দাম। প্রতিষ্ঠানটির শেয়ারের এই দাম বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।

এ কারণে শেয়ারের দাম বাড়ার কারণ জানাতে রোববার (২৭ ডিসেম্বর) কোম্পানিটিকে নোটিশ পাঠায় ডিএসই। জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে শেয়ারের দাম বাড়ার পিছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

এ জন্য মঙ্গলবার (২৯ ডিসেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ডিএসই থেকে বিনিয়োগকারীদের সতর্ক করে জানানো হয়েছে, সোনালী আঁশের শেয়ার দাম কারণ ছাড়াই অস্বাভাবিকভাবে বেড়েছে।

তথ্য পর্যালোচনায় দেখা যায়, গত ১৫ নভেম্বর সোনালী আঁশের প্রতিটি শেয়ারের দাম ছিল ৩৪০ টাকা। যা টানা বেড়ে ২৮ ডিসেম্বর লেনদেন শেষে দাঁড়ায় ৬৩১ টাকা ৭০ পয়সা। অর্থাৎ কোম্পানিটির শেয়ারের দাম বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

এমএএস/এআরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।