৫ দিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলা শুরু

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তাদের অনুরোধের প্রেক্ষিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিকীতে ‘মুজিববর্ষ’ উপলক্ষে বিসিক কর্তৃক গৃহীত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর মতিঝিলে বিসিক ভবনে পাঁচ দিনব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার আয়োজন করা হয়েছে।
পিপলস ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডসের স্বত্বাধিকারী রেজবিন হাফিজ ও ঐক্য ফাউন্ডেশনের সহযোগিতায় এ মেলা আয়োজন করা হয়েছে। আজ থেকে মেলা চলবে আগামী ৪ মার্চ পর্যন্ত।
মেলার স্টলগুলোতে বিসিক থেকে প্রশিক্ষণ গ্রহণকারীদের তৈরি হস্ত ও কুটির শিল্পজাত বিভিন্ন পণ্য সামগ্রীর স্থান পেয়েছে।
এ মেলায় ক্রেতা সাধারণরা ৫৮টি স্টলগুলো থেকে কারুপণ্য, নকশিকাঁথা, পাটপণ্য, বুটিকস পণ্য, জুয়েলারী, লেদারগুডস, অর্গানিক ফুডস, ইলেকট্রনিকস পণ্যসহ নিত্য ব্যবহার্য বিভিন্ন পণ্য সামগ্রী ক্রয় করতে পারবেন। মেলা প্রতিদিন সকাল ১০ থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত।
এনএইচ/জেএইচ/এমকেএইচ