তুলার ন্যায্যমূল্য নিশ্চিতের আহ্বান বিজিএমইএ সভাপতির

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ২১ সেপ্টেম্বর ২০২১

তুলার ন্যায্যমূল্য নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল কটন অ্যাডভাইজরি কমিটির (আইসিএসি) প্রতি আহ্বান জানিয়েছেন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান।

সোমবার স্থানীয় সময় ওয়াশিংটন ডিসিতে আইসিএসির নির্বাহী পরিচালক কাই হিউজেসের সঙ্গে সাক্ষাৎকালে এ আহ্বান জানান বিজিএমইএ সভাপতি। এসময় বিজিএমইএর সহ-সভাপতি মিরান আলী উপস্থিত ছিলেন।

এসময় তারা তুলার বর্তমান দামকে প্রভাবিত করার কারণগুলোসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারা সাপ্লাই চেইনে স্বচ্ছতাসহ বিভিন্ন ক্ষেত্রে বিজিএমইএ ও আইএসির মধ্যে বৃহত্তর সহযোগিতা নিয়েও মতবিনিময় করেন।

আলোচনায় বিজিএমইএ সভাপতি তুলার ন্যায্যমূল্য নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

তুলা বাংলাদেশের পোশাকশিল্পের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাঁচামাল। কারণ দেশে প্রস্তুতকৃত পোশাকের ৭০ শতাংশেরও বেশি তুলা থেকে উৎপাদিত হয়।

ইএআর/এআরএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।