সুগন্ধি চাল রপ্তানিতে আর প্রণোদনা নয়, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫৪ পিএম, ১৫ নভেম্বর ২০২১

এখন থেকে সুগন্ধি চাল রপ্তানিতে আর নগদ সহায়তা (প্রণোদনা) দেওয়া হবে না। তবে অন্য চাল রপ্তানিতে থাকবে ১৫ শতাংশ নগদ সহায়তা।

সোমবার (১৫ নভেম্বর) এ নির্দেশনা দিয়ে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, সরকারি সিদ্ধান্তক্রমে স্পষ্ট করা যাচ্ছে ২০২০ সালের ৩০ জানুয়ারি জারি করা নির্দেশনাটি সুগন্ধি চালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।

এর আগে কেন্দ্রীয় ব্যাংক গত বছরের ৩০ জানুয়ারি চাল রপ্তানিতে নগদ সহায়তা দেওয়ার বিষয়ে একটি নির্দেশনা দিয়েছিল।

ওই নির্দেশনায় ধান সংগ্রহের মাধ্যমে নিজস্ব কারখানায় প্রক্রিয়াকরণে উৎপাদিত চাল রপ্তানির ক্ষেত্রে ১৫ শতাংশ হারে প্রণোদনার কথা বলা হয়।

ইএআর/জেডএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।