রাঙ্গামাটিতে ইয়ামাহার নতুন শো-রুম

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২২

ইয়ামাহার নতুন ৩এস ডিলার রাঙ্গামাটি মোটরসের উদ্বোধন হয়েছে। এখন থেকে এ অঞ্চলের গ্রাহকরা বিক্রয় ও বিক্রয় পরবর্তী সেবার পাশাপাশি খুচরা যন্ত্রাংশ নিতে পারবে।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) রাঙ্গামাটির বিজন সরণিতে এ শো-রুম উদ্বোধন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসিআই মোটরসের নির্বাহী পরিচালক সুব্রত রঞ্জন দাস। এছাড়াও রাঙ্গামাটি মোটরসের স্বত্বাধিকারী ও এসিআই মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসিআই মোটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই লিমিটেডের সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে যাত্রা শুরু করে এসিআই মোটরস। বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৮৮টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।

আরএডি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।