রাতের আঁধারে কাটা হচ্ছিল টপ সয়েল, লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪৬ পিএম, ০৫ মার্চ ২০২২

চট্টগ্রামের চন্দনাইশে রাতের আঁধারে কৃষি জমির টপ সয়েল কাটার সময় অভিযান চালিয়ে একটি এক্সেভেটর জব্দ ও এক লাখ টাকা জরিমানা করেছে স্থানীয় প্রশাসন।

শুক্রবার দিবাগত রাত ১০টায় চন্দনাইশ উপজেলাধীন কাঞ্চননগরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, চন্দনাইশ উপজেলায় কিছু অসাধু ব্যক্তি রাতের আঁধারে অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কেটে উত্তোলন করছে। ফলে ফসলি জমি বিনষ্ট হচ্ছে। তারা এমন কাজ বেশকিছু দিন ধরেই করছে।

তিনি বলেন, গত রাতে অভিযান পরিচালনা করে হাতেনাতে দুইজনকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত এক্সেভেটর জব্দ করা হয়। পরে তাদের ১ লাখ টাকা জরিমানা করা হয়।

ইকবাল হোসেন/আইকিউ/এমআরএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।