পুঁজিবাজার উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন


প্রকাশিত: ০৩:০৬ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০১৬

পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, পুঁজিবাজারের উন্নয়ন ছাড়া কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করা কঠিন। বুধবার বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের একটি প্রতিনিধিদল তার দফতরে সাক্ষাত করতে গেলে একথা বলেন তিনি। সাক্ষাৎকালে প্রতিনিধিদল পুঁজিবাজার নিয়ে বিদ্যমান সমস্যা দূর করতে মন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
 
মন্ত্রী প্রতিনিধিদলকে জানান, পুঁজিবাজার দেখাশুনার দায়িত্ব সরকারের অন্য একটি মন্ত্রণালয়ের। সেক্ষেত্রে তার সরাসরি ভূমিকা রাখার সুযোগ নেই।

তিনি বলেন, তা সত্ত্বেও অর্থনীতির অন্যতম এলাকা পুঁজিবাজারের উন্নয়নের সঙ্গে আমাদের অর্থনীতি ব্যাপকভাবে সম্পৃক্ত। বিধায় বাজারটির উন্নয়ন আমিও প্রত্যাশা করি।

তিনি আরো বলেন, অর্থনৈতিক ব্যবস্থায় পুঁজিবাজার উন্নয়ন ব্যতীত প্রতিটি রাষ্ট্রের কাঙ্ক্ষিত অর্থনৈতিক লক্ষ্য অর্জন অনেক কঠিন। এ জন্য পুঁজিবাজারের উন্নয়ন অতীব গুরুত্বপূর্ণ।
 
দেশের অর্থনীতির গতি আরো বেগবান করতে অর্থমন্ত্রণালয় ও নিয়ন্ত্রণ সংস্থাসহ পুঁজিবাজারের সাথে সংশ্লিষ্ট সকলের দৃষ্টিতে বিষয়টি তুলে ধরার জন্য মন্ত্রী প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন।
 
বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ সায়েদুর রহমান প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন, প্রাইম ফিন্যান্স ক্যাপিটাল ম্যানেজমেন্ট এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এম মোশাররফ হোসেন, লংকাবাংলা ইনভেস্টমেন্ট এর সিইও খন্দকার কায়েস হাসান, এ আই বিএল এর সিইও গোলাম সারওয়ার ভুইয়া, এএফসি ক্যাপিটাল লিমিটেড এর সিইও মাহবুব এইচ মজুমদার এবং এমটিভি ক্যাপিটেল লিমিটেড এর সিইও প্রমুখ।
 
এসএ/এসএইচএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।