ওষুধ আমদানি করতে চায় মালদ্বীপ


প্রকাশিত: ১০:৩৪ এএম, ১৫ ফেব্রুয়ারি ২০১৬

বাংলাদেশ থেকে ওষুধ আমদানি করার আগ্রহ প্রকাশ করেছে মালদ্বীপ। সোমবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এর সঙ্গে মতবিনিময়কালে এ আগ্রহের কথা জানিয়েছেন বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের রাষ্ট্রদূত ড. মোহাম্মেদ অসিম।

এসময় বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশে তৈরি ওষুধ এবং উৎপাদিত চাল আমদানি করলে মালদ্বীপ লাভবান হবে। বাংলাদেশ ইতোমধ্যে শ্রীলংকায় ৫০ হাজার মেট্রিক টন চাল রফতানি করেছে। নেপালে ভূমিকম্পের সময় ১০ হাজার মেট্রিক টন চাল অনুদান হিসেবে প্রেরণ করেছে। মালদ্বীপ বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। সেখানে বাংলাদেশের প্রায় ৬৭ হাজার মানুষ বসবাস করছে।

তিনি বলেন, বাংলাদেশের প্রায় ৬০ জন চিকিৎসক মালদ্বীপে সুনামের সাথে স্বাস্থ্যসেবা প্রদান করছে। মালদ্বীপের অনেক ছাত্র-ছাত্রী বাংলাদেশের মেডিকেল ও বিশ্ববিদ্যালয়ের পড়া-লেখা করছে।

মন্ত্রী বলেন, গত অর্থ বছর বাংলাদেশ মালদ্বীপে ৫.৬৪ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য রফতানি করেছে, একই সময়ে বাংলাদেশ আমদানি করেছে ১.১৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য। চলমান বাণিজ্য বৃদ্ধি করলে উভয় দেশ উপকৃত হবে।

তিনি বলেন, বাংলাদেশ এখন আন্তর্জাতিক মান সম্পন্ন ওষুধ তুলনামূলক কম দামে সরবরাহ করতে সক্ষম। বিশ্ববাণিজ্য সংস্থায় ট্রিপস চুক্তির মেয়াদ ২০৩৩ সাল পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। উন্নত বিশ্বসহ পৃথিবীর প্রায় ১০৭টি দেশে বাংলাদেশ ওষুধ রফতানি করছে। মালদ্বীপ এ সুযোগ গ্রহণ করতে পারে।
 
মালদ্বীপের রাষ্ট্রদূত বাংলাদেশ থেকে বালু আমদানির আগ্রহ প্রকাশ করেন। মালদ্বীপ বাংলাদেশ থেকে প্রয়োজনীয় সকল পণ্য আমদানি করতে আগ্রহী। বাংলাদেশের ওষুধ শিল্প অনেক উন্নত। আগামী দিনে বাংলাদেশ থেকে মালদ্বীপ বেশি করে ওষুধ আমদানি করবে। তিনি দু’দেশের মধ্যে চলমান ব্যবসা-বাণিজ্য বৃদ্ধি করতে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন।
 
জানা গেছে, মালদ্বীপে বাংলাদেশের তৈরি ইলেক্ট্রনিক পণ্য, টয়লেটারিজ, ওষুধ, ক্রোকারিজ, শুকনা খাবার, কাপড়, শিশুদের পোশাক, শাবান, অলংকার, প্লাস্টিক সামগ্রী, চামড়াজাত পণ্য প্রভৃতির প্রচুর চাহিদা রয়েছে। উভয় দেশের ব্যবসায়ী এবং সরকারি পর্যায়ে আলোচনার মাধ্যমে এ বাণিজ্য অনেক বৃদ্ধি করা সম্ভব।

উল্লেখ্য, ২০১৫ সালের ১৭ নভেম্বর উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করা হয়।

এসএ/এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।