হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও বেতন ‘নগদে’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

শিক্ষার্থীদের টিউশন ফি, চাকরি প্রার্থীদের আবেদন ফি, উপবৃত্তি ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের জন্য নগদ-এর সঙ্গে একটি চুক্তি করেছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

ঢাকার হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় গেস্ট হাউসে সম্প্রতি এই চুক্তি সই হয়। বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নগদ-এর মাধ্যমে বিশেষায়িত অর্থনৈতিক লেনদেনের জন্য সম্মত হয়েছে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়।

আরও পড়ুন: প্রতিদিন ‘নগদ’ অ্যাকাউন্ট খোলার নতুন রেকর্ড

চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল বাসেত। নগদ-এর পক্ষ থেকে ছিলেন নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের পক্ষে চুক্তি সই করেন বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সাদেকুজ্জামান।

কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আব্দুল বাসেত বলেন, নগদ বাংলাদেশ ডাক বিভাগের একটি সেবা। আমরা আমাদের ছাত্রছাত্রীদের এই সেবার মাধ্যমে লেনদেনের সুযোগ করে দিতে চাই। কারণ এখানে নামমাত্র খরচে সব লেনদেন সম্ভব।

হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের টিউশন ফি ও বেতন ‘নগদে’

নগদ-এর নির্বাহী পরিচালক মো. সাফায়েত আলম বলেন, আমরা চাই দেশের সব মানুষ তাদের লেনদেনের বিড়ম্বনা থেকে মুক্ত হয়ে ডিজিটাল উপায়ে এই সেবা গ্রহণ করবেন। আর এ জন্য ছাত্রছাত্রীদের কাছে আমাদের সেবা পৌঁছে দেওয়াটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা এ লক্ষ্যেই এই চুক্তিটি করেছি। নামমাত্র খরচে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে আমরা এই সেবা দিতে যাচ্ছি।

আরও পড়ুন: ব্যাংক থেকে সহজেই টাকা আনা যাবে ‘নগদ’ ওয়ালেটে

বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার সাদেকুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের টিউশন ফি জমা দেওয়া থেকে শুরু করে উপবৃত্তি বিতরণ বা কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রহণ একটা জটিল ব্যাপার। কিন্তু নগদ-এর মাধ্যমে এই কাজটি করা হলে আর ব্যাংকে ছোটাছুটি করতে হবে না। তারা নিজের মোবাইলেই এসব কাজ করতে পারবেন।

চুক্তি অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একেবারে ন্যূনতম খরচে নিজেদের টিউশন ফি প্রদান করতে পারবেন। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে যারা চাকরির আবেদন করবেন, তারাও নগদ-এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারবেন।

এই পুরো সেবায় নগদ কেবলমাত্র তার ব্যয়ের চার্জ ছাড়া অন্য কোনো চার্জ আরোপ করবে না।

জেডএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।