টিকিটে ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০২৩

‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে উড়োজাহাজের টিকিটে ১০ শতাংশ মূল্যছাড় দিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। সংস্থার ওয়েবসাইট থেকে প্রোমো কোড (BGEKUSH10) ব্যবহার করে উড়োজাহাজ টিকিট কিনে বিকাশ, নগদ অথবা ক্রডিট কার্ড দিয়ে পেমেন্ট করলে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে এ ছাড় পাবেন গ্রাহকরা।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগ সূত্র জানায়, গত ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এ অফার আগামী ২১ ফেব্রুয়ারি মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পর্যন্ত চলবে। অভ্যন্তরীণ ও বৈদেশিক সব পর্যায়ের যাত্রীরা এ অফার উপভোগ করতে পারবেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ থেকে গ্রাহকরা এ ছাড় উপভোগে করতে পারবেন। ওয়ানওয়ে, রিটার্ন ও মাল্টিসিটি যে কোনো টিকিটের ক্ষেত্রে এ ছাড় প্রযোজ্য হবে।

এমএমএ/এএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।