৫০০ পণ্যের পসরা নিয়ে গালফ ফুড ফেয়ারে প্রাণ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৩

আফ্রিকা, মধ্যপ্রাচ্য ও ইউরোপের দেশগুলোতে কৃষি প্রক্রিয়াজাত পণ্যের রপ্তানি বাড়াতে কাজ করছে দেশের শীর্ষস্থানীয় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান প্রাণ। এ লক্ষ্যে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বের অন্যতম বৃহৎ খাদ্যপণ্যের মেলা ‘গালফ ফুড ফেয়ারে’ অংশ নিয়েছে দেশীয় খাদ্যপণ্যের এ প্রতিষ্ঠান।

সোমবার (২০ ফেব্রুয়ারি) আরব আমিরাতের দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে শুরু হওয়া পাঁচ দিনব্যাপী এ মেলায় পাঁচ শতাধিক পণ্য প্রদর্শন করছে প্রাণ গ্রুপ।

আরও পড়ুন>> অবকাঠামো খাতে ব্যাপক ভূমিকা রাখতে পারবো: আহসান খান চৌধুরী

এ মেলায় প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে খাদ্য ও বেভারেজ পণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানগুলো মিলিত হয়। এবারের মেলায় ১২০টির বেশি দেশ থেকে পাঁচ হাজারের অধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা প্রদর্শন করছে। মেলায় প্রাণসহ বিশ্বের খ্যাতনামা উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানসমূহ অংশগ্রহণ করছে।



প্রাণ এক্সপোর্ট এর নির্বাহী পরিচালক মিজানুর রহমান বলেন, গালফ ফেয়ার সবসময় খাদ্যপণ্যের প্রতিষ্ঠানগুলোর কাছে খুব গুরুত্বপূর্ণ। এখানে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর পাশাপাশি ডিস্ট্রিবিউটর প্রতিষ্ঠানগুলোও নতুন নতুন পণ্য সম্পর্কে জানতে হাজির হয়। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো একদিকে যেমন বড় বড় ডিস্ট্রিবিউটরের দেখা পায়, পাশাপাশি কোন দেশে কোন ধরনের পণ্যের সম্ভাবনা ও চাহিদা বেশি সেটি জানা যায়। বড় বড় কোম্পানি অংশ নেওয়ায় তাদের পণ্য সম্পর্কে এবং ভোক্তার আচরণে বিশ্বব্যাপী কী ধরনের পরিবর্তন হচ্ছে সেটি বোঝা যায়।

আরও পড়ুন>> প্রাণ-আরএফএল গ্রুপের শিল্পপার্ক পরিদর্শনে এনবিআর চেয়ারম্যান

তিনি আরও বলেন, প্রাণ গ্রুপ ২০১৩ সাল থেকে গালফ ফেয়ারে নিয়মিত অংশ নিচ্ছে। প্রতি বছর বিভিন্ন দেশের প্রায় ৪০০ আমদানিকারক প্রাণের স্টল পরিদর্শন করেন। প্রাণ এবার জুস ও বেভারেজ, বিস্কুট ও বেকারি, স্ন্যাকস, কনফেকশনারি, স্পাইস ও কালিনারি, কনফেকশনারি ও ফোজেন ফুডস ক্যাটাগরিতে প্রায় ৫০০ পণ্য প্রদর্শন করছে।

মিজানুর রহমান জানান, এবারের মেলায় বাসিল (তোকমা দানা) ড্রিংকস, ড্রিংকো ফ্লট, লিচি ড্রিংক, ম্যাংগো জুস, বিভিন্ন ধরনের স্পাইস, ক্রিম বিস্কুট, ওয়েফার, চকলেট, ললিপপ, নুডলস ও ফ্রোজেন ফুডসের ওপর বেশি গুরুত্ব দিয়ে তুলে ধরবে প্রাণ।

আরও পড়ুন>> নরসিংদীতে প্রাণ-আরএফএল শিল্পপার্ক পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

প্রাণ-আরএফএল গ্রুপের বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল বলেন, মেলায় আফ্রিকা, মধ্যপ্রাচ্য, আমেরিকা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোকে ফোকাস করে পণ্য প্রদর্শন করবে প্রাণ। ২০২৩ সালে প্রাণের লক্ষ্য ৪০০ মিলিয়ন ডলারের পণ্য রপ্তানি করা। এ লক্ষ্যে নিজেদের নতুন পণ্য নিয়ে ও বিদ্যমান পণ্যের রপ্তানি বাড়াতে প্রাণ গালফ ফুড ফেয়ারে অংশ নিচ্ছে। মেলায় অংশ নিয়ে বিভিন্ন দেশের আমদানিকারকদের সঙ্গে যোগাযোগ বাড়ানো এবং নতুন বাজার ধরতে গুরুত্ব দেবে।

ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।