নরসিংদীতে প্রাণ-আরএফএল শিল্পপার্ক পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫০ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৩

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন দেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ প্রাণ-আরএফএল-এর শিল্পপার্ক পরিদর্শন করেছেন। সোমবার (৬ ফেব্রুয়ারি) নরসিংদীতে অবস্থিত প্রাণ-আরএফএল গ্রুপের ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শন করেন তিনি।

রবার্ট চ্যাটারটন ডিকসনকে ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কে স্বাগত জানান প্রাণ-আরএফএল গ্রুপের পরিচালক (করপোরেট ফাইন্যান্স) উজমা চৌধুরী। পরিদর্শনকালে ব্রিটিশ হাইকমিশনার ফ্রিজ, এসি, ফুটওয়্যারসহ প্রাণ-আরএফএল গ্রুপের বিভিন্ন উৎপাদন ইউনিট ঘুরে দেখেন।

আরও পড়ুন>>> প্রাণ-আরএফএল-এর শিল্পপার্ক পরিদর্শনে দক্ষিণ সুদানের দুই মন্ত্রী

ইন্ডাস্ট্রিয়াল পার্ক পরিদর্শনকালে রবার্ট চ্যাটারটন ডিকসন প্রাণ-আরএফএল গ্রুপের সামগ্রিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে পণ্যসামগ্রী উৎপাদন করায় গ্রুপটির ভূয়সী প্রশংসা করেন।

নরসিংদীতে প্রাণ-আরএফএল শিল্পপার্ক পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

তিনি বলেন, বাংলাদেশের অর্থনীতি ক্রমেই এগিয়ে যাচ্ছে। ফলে দেশের ভেতরেই ইলেকট্রনিকসসহ নানা রকম পণ্যের চাহিদা ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে। এসব পণ্যের চাহিদা মেটাতে আরএফএল ইলেকট্রনিকসসহ প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠানসমূহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আরও পড়ুন>>> প্রাণ-আরএফএল শিল্পপার্ক পরিদর্শন করলেন এডিবির ভাইস প্রেসিডেন্ট

তিনি আরও বলেন, ব্রিটিশ ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট (বিআইআই) থেকে প্রাণ-আরএফএল ইক্যুইটি বিনিয়োগ পেয়েছে এবং লন্ডন স্টক মার্কেট থেকে মূলধন সংগ্রহ করেছে। তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতেও প্রাণ-আরএফএল-এর প্রবৃদ্ধির ক্ষেত্রে অর্থায়নে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নরসিংদীতে প্রাণ-আরএফএল শিল্পপার্ক পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনার

উজমা চৌধুরী বলেন, প্রক্রিয়াজাত খাদ্যপণ্য, ইলেকট্রনিকস ও গৃহস্থালী পণ্য মানুষের জীবনমান উন্নয়নে বড় ভূমিকা রাখে। সাশ্রয়ী দামে গুণগত মানসম্পন্ন পণ্য পৌঁছে দিতে প্রাণ-আরএফএল গ্রুপ বদ্ধ পরিকর। আর সে কারণেই সাধারণ মানুষের কাছে প্রাণ-আরএফএল-এর পণ্যসমূহ ব্যাপক জনপ্রিয়। বর্তমানে দেশের সীমা পেরিয়ে বিশ্বের ১৪৫টি দেশে নিয়মিত রপ্তানি হচ্ছে গ্রুপটির পণ্যসমূহ। আমাদের বর্তমান লক্ষ্য বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রাণ-আরএফএল পণ্যসমূহ ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া।

আরও পড়ুন>>> প্রাণ-আরএফএল শিল্পপার্কে জার্মান ইঞ্জিনিয়ারিং প্রতিনিধি দল

প্রাণ-আরএফএল গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আরএফএল ইলেকট্রনিকসের নির্বাহী পরিচালক নুর আলম, ডাঙ্গা ইন্ডাস্ট্রিয়াল পার্কের সিনিয়র জেনারেল ম্যানেজার ফজলে রাব্বী এসময় উপস্থিত ছিলেন।

এমআইএইচএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।