চট্টগ্রাম বাণিজ্যমেলায় টেস্টি ট্রিটে ভোজনবিলাস

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ১১:৩৯ এএম, ১২ মার্চ ২০২৩

দিন গড়ানোর সঙ্গে সঙ্গে জমে উঠেছে চট্টগ্রাম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। দুপুরের পর থেকে মেলায় দর্শনার্থীদের উপস্থিতি বাড়তে থাকে। পরিবার-পরিজন নিয়ে মেলায় আসছেন সব শ্রেণি-পেশার মানুষ। তবে ছুটির দিন ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি থাকে বেশি।

বর্তমানে প্রতিদিন গড়ে লাখের উপরে মানুষ মেলায় আসছেন। কেনাকাটার পাশাপাশি ঘুরে বেড়ানো দর্শনার্থীরা খাচ্ছেন কোনো না কোনো খাবার। ভোজনবিলাসী লোকজন ভিড় করছেন টেস্টি ট্রিটের খাবারের স্টলে। বাণিজ্যমেলায় ক্রেতা-দর্শনার্থীদের জন্য সুলভমূল্যে সুস্বাদু আর মজাদার সব বেকারি, ফাস্ট ফুড খাদ্যসামগ্রী নিয়ে হাজির হয়েছে প্রাণ-আরএফএল গ্রুপের এই অঙ্গপ্রতিষ্ঠান।

jagonews24

আরও পড়ুন: মিনিটে ১০ রুটি, চট্টগ্রামে লাইবার স্টলে নারীদের ভিড়

শনিবার মেলায় গিয়ে দেখা গেছে, টেস্টি ট্রিটে হরেক রকমের খাবার স্বাদ নিচ্ছেন ক্রেতারা। টেস্টি ট্রিটে রয়েছে জিভে জল আসা সব খাবার। কেক, পেস্ট্রি, মিষ্টি, ডেজার্ট, পিৎজা, রোল, বার্গার, হট ডগসহ নানান বাহারি খাবার ক্রেতাদের মন কেড়েছে। বিশেষভাবে মেলায় ক্রেতারা মোমো’র স্বাদ নিতে ভুলছেন না।। টেস্টি ট্রিটের খাবারের জন্য স্টলের বাইরেও লাইনে অপেক্ষা করছেন লোকজন। ক্রেতাদের চাপ সামলাতে বিপণনকর্মীদের দম ফেলারও ফুরসত নেই।

কাজের ফাঁকে বিপণনকর্মীরা বলেন, টেস্টি ট্রিট সারাদেশে জনপ্রিয় ব্র্যান্ড। চট্টগ্রামজুড়ে টেস্টি ট্রিটের অনেকগুলো আউটলেট রয়েছে। ক্রেতাদের সুবিধার জন্য চট্টগ্রাম বাণিজ্যমেলায়ও স্টল নেওয়া হয়েছে। এখানে বাইরের আউটলেটের সব পণ্যই পাওয়া যাচ্ছে। টেস্টি ট্রিটের প্রতিটি আইটেম খুবই মজার। মেলায় আলাদা অফারও চলছেও বলে জানালেন তারা। বিশেষত আইচ বলের সঙ্গে ড্রিংস ফ্রি দেওয়া হচ্ছে।

jagonews24

আরও পড়ুন: চট্টগ্রামে বাণিজ্যমেলায় ক্রেতাদের নজর কাড়ছে ওয়াকারের পণ্য

এবার প্রায় চার লাখ বর্গফুট জায়গাজুড়ে অনুষ্ঠিত হচ্ছে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের ৩০তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলায় ২০টি প্রিমিয়ার প্যাভিলিয়ন, ৫৬টি প্রিমিয়ার স্টল, ৯৪টি গোল্ড স্টল, ৪৮টি মেগা স্টল, ১১টি ফুড স্টল, তিনটি আলাদা জোন নিয়ে ৪০০টি স্টল রাখা হয়েছে। যাতে ৩০০ এর বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। মেলায় ভারত, থাইল্যান্ড ও ইরান নিজস্ব পণ্য নিয়ে অংশ নিচ্ছে। গত ১৬ ফেব্রুয়ারি মাসব্যাপি এ মেলা শুরু হয়।

ইকবাল হোসেন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।