সরকারের পদক্ষেপে কমছে নিত্যপণ্যের দাম: প্রতিমন্ত্রী

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৪১ পিএম, ১২ মার্চ ২০২৩

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, সরকারের নানামুখী পদক্ষেপে চলতি অর্থবছরের সেপ্টেম্বর থেকে জানিয়ারি মাসে ক্রমান্বয়ে মূল্যস্ফীতি বা নিত্যপণের দাম কমছে। দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে।

রোববার (১২ মার্চ) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভা হয়। সভা শেষে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানান পরিকল্পনা বিভাগের সচিব সত্যজিৎ কর্মকার। এসময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম এ কথা বলেন।

সভা শেষে ড. শামসুল আলম বলেন, বর্তমানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে, কমেছে আমদানি ব্যয়। রপ্তানি আয়ও বেড়েছে। বাজেট ঘাটতিও কমেছে। প্রধানমন্ত্রীর বলিষ্ঠ নেতৃত্বে দেশের অর্থনীতি শক্ত ভিতের উপর দাঁড়িয়ে আছে।

আরও পড়ুন: লাগামহীন নিত্যপণ্য, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখাই চ্যালেঞ্জ 

এর আগে একনেক সভায় আটটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৮ হাজার ৯১৩ কোটি টাকা।

এমওএস/এমএইচআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।