নাটোরে প্রাণ গ্রুপের চাকরি মেলা ২১ মার্চ

নাটোরে দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করেছে দেশের সর্ববৃহৎ কৃষিজাত খাদ্যপণ্য উৎপাদন, প্রক্রিয়াজাত ও রপ্তানিকারক প্রতিষ্ঠান প্রাণ গ্রুপ। আগামী ২১ মার্চ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারি কলেজ মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।
মেলায় আকর্ষণীয় বেতনে নাটোরসহ প্রাণ গ্রুপের দেশের বিভিন্ন স্থানের কারখানায় বেশ কিছু সৎ, নিষ্ঠাবান, দক্ষ এবং পরিশ্রমী জনবল নিয়োগ দেওয়া হবে।
ট্রেইনি ইঞ্জিনিয়ার পদে বিএসসি ইন ইইই, এমই, আইপিই কেমিক্যাল, ফুড অ্যান্ড নিউট্রিশন ডিগ্রি থাকতে হবে। অ্যাসিসট্যান্ট টেরিটরি সেলস ম্যানেজার পদে যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে। এরমধ্যে চারটি পদের জন্য সর্বোচ্চ বয়স সীমা ৩০ বছর। তবে এক্ষেত্রে কোনো পূর্ব অভিজ্ঞতার প্রয়োজন নেই।
স্টোর অ্যাসিসট্যান্ট পদে কমপক্ষে ডিগ্রি পাস হতে হবে। বিক্রয় প্রতিনিধি, শোরুম সেলস এক্সিকিউটিভ এবং শিপিং অ্যাসিসট্যান্ট পদে কমপক্ষ এইচএসসি পাস এবং বয়সসীমা ১৮-৩২ বছর হতে হবে। অ্যাসিসট্যান্ট অপারেশন ইঞ্জিনিয়ার পদে ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল, পাওয়ার মেকানিক্যাল, ফুড, ইলেকট্রনিক্স পাস হতে হবে। সরকারি প্রতিষ্ঠান থেকে ৪ বছর মেয়াদি ডিপ্লোমা পাসসহ বয়সসীমা ২০ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
অ্যাসিসট্যান্ট অপারেটর পদে কমপক্ষে অষ্টম শ্রণি পাস এবং ন্যূনতম ৩ মাস মেয়াদি ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, আরএসি ওয়েলডিং বিষয়ে কারিগরি কোর্স থাকতে হবে। বয়স সীমা ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। মেশিন অপারেটর পদে কমপক্ষে অষ্টম শ্রণি পাস এবং ন্যূনতম ২ বছরের ফুড এবং বেভারেজ ফ্যাক্টরিতে বিভিন্ন মেশিন চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। ইলেকট্রিশিয়ান মেতানিক্স /ওয়েল্ডার পদে কমপক্ষে অষ্টম শ্রেণি পাস এবং সংশ্লিষ্ট কাজে ন্যূনতম ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরি মেলায় অংশগ্রহণকারী যোগ্য ও আগ্রহী প্রার্থীরা উল্লিখিত পদসমূহে ছবিসহ পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সব সনদ, জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধনসহ সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ নিয়ে নির্ধারিত তারিখ ও সময়ে সরাসরি সাক্ষাৎকার ও নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়া জন্য অনুরোধ করা হয়েছে।
রেজাউল করিম রেজা/এমকেআর