নগদ ১০ শতাংশ লভ্যাংশ দেবে লাফার্জ সুরমা
পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় পরিচালনা পর্ষদের বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, আজকের পর্ষদ সভায় কোম্পানিটি তাদের শেয়ারহোল্ডাদের জন্য ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছে। এর আগে একই অর্থ বছরে আরও ৫ শতাংশ অন্তর্বর্তীকালীন লভ্যাংশ ঘোষণা করেছিল। অর্থাৎ সব মিলিয়ে ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত বছরের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে লাফার্জ সুরমা।
লাফার্জ সুরমার বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৬ জুন অনুষ্ঠিত হবে। এ সংক্রন্ত রেকর্ড ডেট আগামী ১৩ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।
উল্লেখ, ২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্তির এক যুগ পর ২০১৪ সালে প্রথমবারের মতো বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় লাফার্জ সুরমা। যার ফলে কোম্পানিটি ‘জেড’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উঠে আসে।
এসআই/এআরএস/পিআর