ঢাকায় সিপিডিএল হ্যাপিনেস মিট

আবাসন খাতের আস্থা ও নির্ভরতার পরিচায়ক সিপিডিএল পরিবার তাদের অগ্রযাত্রার ১৮ বছর পূর্তি উদযাপন করেছে। এ উপলক্ষে গত ২০ মার্চ সন্ধ্যায় রাজধানীর বনানী ডিওএইচএইস কমিউনিটি সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয় সিপিডিএল হ্যাপিনেস মিট।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাভেদ। এছাড়াও অনুষ্ঠানে স্থপতি, প্রকৌশলী, ভূমি মালিক, আবাসন বিনিয়োগকারী, স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পাশাপাশি করপোরেট অ্যাসোসিয়েটস, রিহ্যাব, বিভিন্ন রিয়েল এস্টেট ও আর্থিক প্রতিষ্ঠান, নিউজ ও প্রেস মিডিয়া, বুয়েট ক্লাব এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি পর্যায়ের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিপিডিএল প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার ইফতেখার হোসেন এবং সিপিডিএল পরিবারের অন্য সদস্যরাও এতে অংশ নেন।
সুদীর্ঘ দেড় যুগ ধরে গুণগত মান ও কাঙ্ক্ষিত সেবা প্রদানে সিপিডিএল ছিল দৃঢ় প্রতিজ্ঞ। সিপিডিএল তার কর্ম উদ্যোগের মাধ্যমে দেশের রিয়েল এস্টেটে প্রতিনিয়ত যুগোপযোগী পরিবর্তন আনার চেষ্টা করছে। যথাযথ মান বজায় রেখে গ্রাহক সন্তুষ্টি অর্জন করাই সিপিডিএলের মূল উদ্দেশ্য।
দেড় যুগে প্রায় ৪০টি প্রকল্প হস্তান্তর করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি নির্ধারিত সময় মেনে সর্বোচ্চ মান নিশ্চিত করা হয়েছে। একই সঙ্গে ইনোভেশন করেছে যুগোপযোগী সব আইডিয়ার। চট্টগ্রামের প্রথম স্টার ক্লাস রেসিডেন্স, ফুল-ফার্নিশড স্মার্ট অফিস, সেকেন্ড হোম কনসেপ্ট, গ্রিন গেটেড কমিউনিটি, সাফায়ার ক্লাস রেসিডেন্স, ওয়ান সিটি টু টাউন কন্সেপ্টে স্যাটেলাইট সিটি, আবাসন খাতে সর্বপ্রথম মোবাইল অ্যাপভিত্তিক গ্রাহক সেবার মতো সৃজনশীল ধারণার সঙ্গে পরিচয় ঘটিয়েছে প্রতিষ্ঠানটি।
রাজধানী ঢাকায়ও এরই মধ্যে সেই অভিযাত্রা শুরু করেছে সিপিডিএল। বসুন্ধরা আবাসিক এলাকায় দুইটি, উত্তরায় দুইটি, রাজধানীর বাণিজ্যিক প্রাণকেন্দ্র পুরানা পল্টনে একটি প্রকল্প নির্মাণাধীন। এছাড়াও আমেরিকান অ্যাম্বেসির সন্নিকটে বারিধারা জে ব্লকের পাশে শুরু হচ্ছে একটি অত্যাধুনিক কন্ডোমিনিয়াম নির্মাণের কাজ, যা আবাসন বিনিয়োগে অপার সম্ভাবনা সৃষ্টি করবে। গুলশান, বনানীসহ বেশ কিছু প্রাইম লোকেশনে উল্লেখযোগ্য সংখ্যক প্রকল্পের পরিকল্পনা প্রক্রিয়াধীন।
কেএসআর/এএসএম