তুরস্কে আরএফএল-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত

তুরস্কে বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্পগ্রুপ আরএফএল-এর পরিবেশক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ইস্তাম্বুল শহরের একটি অভিজাত হোটেলে এ সম্মেলনের উদ্বোধন করেন আরএফএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।
সম্মেলনে আরএফএল গ্রুপের বিভিন্ন ব্র্যান্ডের দুই শতাধিক শীর্ষস্থানীয় পরিবেশক অংশগ্রহণ করেন। এ সময় পরিবেশকরা তুরস্কের বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শন করেন।
আরএফএল টিউবওয়েল, মেটাল বাথরুম ফিটিংস, টপার কিচেনওয়্যার, জিআই ফিটিংস, দুরন্ত বাইসাইকেল, ডিসেন্ট স্পেয়ার পার্টস, কসমিক ডোর ও উইন্ডো, আরএফএল ইউপিভিসি ডোর, লরেল শিট ও সিলিং, ’ক্লিক’ ও ‘ব্লেইজ’ ব্র্যান্ডের এলইডি লাইট, ফ্যান মাল্টিপ্লাগ, সার্কিট ব্রেকার, সুইচ ও সকেট, ভিশন ও ভিগো ব্র্যান্ডের টিভি, ফ্রিজ, এসি, রাইস কুকার, ব্লেন্ডার, ওভেন, ওয়াশিং মেশিনসহ বিভিন্ন পণ্য বিক্রয়ের সঙ্গে জড়িত পরিবেশকরা সম্মেলনে অংশ নেন।
অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়াল লিমিটেডের নির্বাহী পরিচালক দিলিপ কুমার সুত্রধর, বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়াল লিমিটেড (ট্যাংক)-এর নির্বাহী পরিচালক কাজী রাশেদুল ইসলাম, আরএফএল ইলেকট্রনিকস লিমিটেডের নির্বাহী পরিচালক নূর আলম, রংপুর ফাউন্ড্রি লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা আব্দুল কুদ্দুস মিয়া ও আরএফএল প্লাস্টিকস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা রাশেদুজ্জামানসহ গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জেএইচ/জিকেএস