লাইসেন্স পেল ‌‘পাঠাও পে’

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:৩৪ পিএম, ০২ এপ্রিল ২০২৩

পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স পেয়েছে ডিজিটাল পেমেন্ট সিস্টেম ‘পাঠাও পে’। রোববার (২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দিয়ে সব তফসিলি ব্যাংক, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসেস প্রোভাইডার, পেমেন্ট সিস্টেমস অপারেটর, পেমেন্ট সার্ভিস প্রোভাইডার-এর প্রধান নির্বাহী বরাবর পাঠানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ৭ (এ)(ই) ধারা অনুসারে শর্তসাপেক্ষে দেশের অভ্যন্তরে ‘পাঠাও পে’ ব্র্যান্ড নামে পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) হিসেবে লাইসেন্স প্রদান করা হয়েছে।

এর আগে ২০১৯ সালে রাইড শেয়ারিং প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে লাইসেন্স (এনলিস্টমেন্ট সার্টিফিকেট) পায় পাঠাও লিমিটেড। রাইড শেয়ারিং নীতিমালায় অনুমোদিত প্রথম রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও।

ইএআর/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।