কার্গো নিষেধাজ্ঞা: বিকেলে জরুরি সংবাদ সম্মেলন বিজিএমইএ’র
যুক্তরাজ্য বাংলাদেশের সঙ্গে সরাসরি কার্গো পরিবহনে অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করায় জরুরি সংবাদ সম্মেলন করবে তৈরি পোশাক প্রস্তুত ও রফতানিকারকদের সংগঠন বিজিএমইএ। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিজিএমইএ ভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও গ্রাউন্ড হ্যান্ডেলিং সংস্থা বাংলাদেশ বিমানের পর্যাপ্ত নিরাপত্তা, প্রয়োজনীয় মেশিনপত্র ও দক্ষ জনবল না থাকার অজুহাতে বাংলাদেশ থেকে সরাসরি কার্গো পরিবহনে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য।
মঙ্গলবার যুক্তরাজ্য সরকার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিমানকে দেয়া এক চিঠিতে শাহজালাল থেকে যুক্তরাজ্যের সরাসরি ফ্লাইটে কার্গো পণ্য পরিবহনের ওপর এই নিষেধাজ্ঞার কথা জানায়।
এসআই/জেএইচ/এবিএস