ঢাকা চেম্বারের সাবেক সভাপতি শাহজাহান খানের মৃত্যুতে ডিসিসিআইর শোক

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ২৩ মে ২০২৩

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান খান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (২২ মে) থাইল্যান্ডের ব্যাংককে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় বেলা ১১টা ৪০ মিনিটে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৩ বছর।

তার মৃত্যুতে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি ব্যারিস্টার মো. সামীর সাত্তার এবং পরিচালনা পর্ষদের সদস্যরা গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে।

মোহাম্মদ শাহজাহান খান ২০১৪ সালে ঢাকা চেম্বারের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও তিনি ২০০৭ এবং ২০১০ সালে ঢাকা চেম্বারের সালে ঊর্ধ্বতন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি এস এস শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড ও এস এস শিপিং অ্যান্ড চার্টারিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। তার প্রতিষ্ঠান সমুদ্রগামী জাহাজ ব্যবসার সঙ্গে সম্পৃক্ত।

ইএআর/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।