ভোক্তা অধিদপ্তরের কার্যক্রম এখন আরও দৃশ্যমান

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম পূর্বের চেয়েও বর্তমানে অধিকতর দৃশ্যমান হয়েছে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সর্বোচ্চ ফোরাম জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের ২৫তম সভায় এমন মন্তব্য করেছেন বক্তারা।
মঙ্গলবার ভোক্তা অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি ও বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সভায় আরও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান ও পরিষদের অন্যান্য সদস্যরা।
সভায় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর সভাপতি গোলাম রহমান বলেন, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কার্যক্রম পূর্বের চেয়েও বর্তমানে অধিকতর দৃশ্যমান। অধিদপ্তরের কার্যক্রমের ব্যপ্তি উপজেলা পর্যন্ত বিস্তৃত করা প্রয়োজন। এ লক্ষ্যে উপজেলা পর্যায়ে অফিস স্থাপনের বিষয়ে কার্যক্রম গ্রহণ করা প্রয়োজন।
সভায় আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, ভেজাল ও নকলের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে বিদ্যমান আইন সংশোধনের মাধ্যমে শাস্তির পরিমাণ বৃদ্ধি করা প্রয়োজন। তিনি এই অধিদপ্তরকে জনবল বৃদ্ধির মাধ্যমে আরও শক্তিশালীকরণের বিষয়েও বলেন।
বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই)-এর মহাপরিচালক, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন বক্তব্য রাখেন।
এনএইচ/এমএইচআর