নতুন ব্যাংকিং সচিব ইউনুসুর রহমান


প্রকাশিত: ০৯:২৭ এএম, ১৬ মার্চ ২০১৬

নতুন ব্যাংকিং সচিব করা হয়েছে বেসরকারিকরণ কমিশনের সদস্য মো. ইউনুসুর রহমানকে। অপরদিকে, অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এম আসলাম আলমকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে আনুষ্ঠানিকভাবে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে এ কথা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ধামাচাপা দেবার চেষ্টার ঘটনায় গভর্নরের পদত্যাগের সঙ্গে ব্যাংকিং সচিবকেও সরানো হয়। অব্যাহতি দেয়া হয় দুই ডেপুটি গভর্নরকেও।

এসএ/আরএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।