ইউল্যাবে ‘এবিসি অব ব্র্যান্ড মার্কেটিং সামিট’

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৫৭ এএম, ১৪ আগস্ট ২০২৩

এক্সিলেন্স বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ‘এবিসি অব ব্যান্ড মার্কেটিং সামিট’ শিরোনামে ২য় বারের মতো মার্কেটিং সামিটের আয়োজন করে ইউল্যাব ডিজিটাল মার্কেটিং ক্লাব। গত ৫ আগস্ট এই সামিট আয়োজিত হয়।

অনুষ্ঠানে অতিথি ছিলেন- ড. শরিফুল ইসলাম দুলু, ফিওনা বাংলাদেশের এমডি কামরুল হাসান, পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস মো. সায়েদুল আজহার, এক্সিলেন্স বাংলাদেশের ফাউন্ডার ও সিইও বেনজির আবরার প্রমুখ।

এতে আলোচ্য বিষয় ছিল কীভাবে ব্যান্ড মার্কেটিং আধুনিক ব্যবসায়িক কৌশলগুলির একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। বিক্রয় পদ্ধতিতে এবং দ্রুত গতির ডিজিটাল বিষয়ের সঙ্গে এগিয়ে থাকতে দেশের বিভিন্ন এক্সপার্টরা ডিজিটাল যুগের প্রয়োজনীয়তা সম্পর্কে তাদের মতামত তুলে ধরেন।

কেএসআর/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।