বেশি দামে আলু-পেঁয়াজ-ডিম বিক্রি, জরিমানা ৫ লাখ টাকা

সরকার নির্ধারিত দামের চেয়ে বাড়তি দামে আলু, পেঁয়াজ, ডিম স্যালাইন বিক্রি করায় সারাদেশে ৯৯ প্রতিষ্ঠানকে ৫ লাখ ২ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (২৪ সেপ্টেম্বর) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে ৫৩টি বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ৪১টি টিম অভিযান পরিচালনা করে।
আরও পড়ুন>> আলুর হিমাগার-আড়তে অভিযান, ৫ ব্যবসায়ীকে জরিমানা
এর মধ্যে ঢাকা মহানগরীতে অধিদপ্তরের তিনটি টিম বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করে। এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের ৩৯টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়।
এনএইচ/ইএ/জিকেএস