একীভূত হচ্ছে আলিফের গ্রুপের দুই প্রতিষ্ঠান

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ১২:২৮ পিএম, ২৫ সেপ্টেম্বর ২০২৩

আলিফ গ্রুপের দুই প্রতিষ্ঠান আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড একীভূত (এমালগেশন) হচ্ছে। কোম্পানি দুটির পরিচালনা পর্ষদ একীভূত করার প্রস্তাব অনুমোদন করেছে। দুটি কোম্পানিই পুঁজিবাজারে তালিকাভুক্ত।

কোম্পানি দুটির কর্তৃপক্ষের দেওয়া তথ্যের ভিত্তিতে সোমবার (২৫ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে এ তথ্য জানানো হয়েছে।

জানা গেছে, মূলত আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে একীভূত হবে। এরপর কোম্পানিটি আলিফ ইন্ডাস্ট্রিজ নামে কার্যক্রম পরিচালনা করবে।

ডিএসই জানিয়েছে, রোববার (২৪ সেপ্টেম্বর) অনুষ্ঠিত কোম্পানি দুটির পরিচালনা পর্ষদের পৃথক বৈঠকে একীভূত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংক, শেয়ারহোল্ডার, নিয়ন্ত্রক সংস্থা, পাওনাদার এবং হাইকোর্টের অনুমতি সাপেক্ষে আলোচিত সিদ্ধান্ত কার্যকর হবে।

আলিফ ইন্ডাস্ট্রিজ ২০১৭ সালে স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত হয়। কোম্পানিটির পরিশোধিত মূলধন ৪৪ কোটি ২৫ লাখ টাকা। এ কোম্পানির মোট শেয়ারের ৩৩ দশমিক ৩৫ শতাংশ উদ্যোক্তারা ধারণ করছেন। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৫৪ দশমিক ৪৪ শতাংশ শেয়ার। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ১২ দশমিক ২১ শতাংশ। রোববার লেনদেন শেষে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম দাঁড়ায় ৭৯ টাকা ২০ পয়সা।

অপরদিকে, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। ওই সময়ে কোম্পানিটির নাম ছিল সিএমসি কামাল টেক্সটাইল। কোম্পানিটির পরিশোধিত মূলধন ২৫৯ কোটি ৯২ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ারের ৩০ দশমিক ৪৬ শতাংশ উদ্যোক্তারা ধারণ করছেন। সাধারণ বিনিয়োগকারীদের কাছে আছে ৬৫ দশমিক ৩২ শতাংশ এবং প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে আছে ৪ দশমিক ২২ শতাংশ শেয়ার। রোববার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ার দাম দাঁড়ায় ১৩ টাকা ৩০ পয়সা।

এমএএস/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।