আয়কর নিরূপণ-গণনা নতুন নাকি পুরাতন আইনে?

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:০৪ এএম, ০১ অক্টোবর ২০২৩

চলতি বছরের জুনে জাতীয় সংসদে পাস হয় আয়কর বিল-২০২৩। এরপর থেকে করদাতাদের মনে প্রশ্ন- কর নিরূপণ, ব্যবসা থেকে পাওয়া আয় পরিগণনাকালে ক্ষতির জেরটানা, সমন্বয় প্রভৃতি বিষয়ে কোন আইন প্রয়োজ্য। এসব হিসাবের ক্ষেত্রে আয়কর আইন ২০২৩ নাকি ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ প্রযোজ্য?

গত আগস্টে বিষয়গুলোর ব্যাখ্যা দেয় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। ব্যাখ্যায় বলা হয়, ২০২৩-২৪ করবর্ষের কর নিরূপণ হবে আয়কর আইন ২০২৩ এবং অর্থ আইন ২০২৩ অনুযায়ী। আয়কর আইন ২০২৩ কার্যকরের তারিখ থেকে পরবর্তীকালে সব কার্যবিধি- যেমন, নোটিশ জারি, শুনানির তারিখ নির্ধারণ, কর নির্ধারণের ধারা আয়কর আইন ২০২৩ অনুযায়ী উল্লেখ করতে হবে। তবে, আয় নিরূপণের যেসব ক্ষেত্রে পরিপালনজনিত ব্যর্থতার কারণে কোনো খরচ অননুমোদনের বিধান আয়কর আইন ২০২৩ এ রয়েছে, কিন্তু ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সে ছিল না- সেসব বিধান ২০২৪-২৫ করবর্ষ থেকে প্রযোজ্য হবে। যেমন, আয়কর আইন ২০২৩ এর ধারা ৫৫ তে‘ব্যবসা থেকে আয়’ পরিগণনাকালে কিছু ক্ষেত্রে বিয়োজন অনুমোদনযোগ্য নয় বলে উল্লেখ আছে। ৫৫ ধারায় উল্লেখিত যেসব ক্ষেত্র নতুন করে প্রণয়ন করা হয়েছে, অর্থাৎ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের ধারা ৩০- এ ছিল না, সেসব বিধান ২০২৪-২৫ করবর্ষ থেকে প্রযোজ্য হবে।

আরও পড়ুন: দেরিতে আয়কর রিটার্ন জমা দিলে জরিমানা বাড়ছে

উদাহরণ হিসেবে বলা হয়েছে, ‘ব্যবসা থেকে আয়’ পরিগণনাকালে বেতন-ভাতাদি খাতে খরচ হিসেবে কোনো কর্মচারীকে মাসিক মোট বেতন ২০ হাজার টাকা বা তার অধিক ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করা না হলে তা ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের ৩০ (১) ধারা অনুযায়ী খরচ হিসেবে অননুমোদিত হতো। আয়কর আইন ২০২৩ এর ধারা ৫৫(ট) অনুযায়ী কর্মচারীর ‘চাকরি থেকে আয়’ বলে ধরা হয় এমন কোনো অর্থ যদি ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে পরিশোধ করা না হয় তবে তা ‘ব্যবসা থেকে আয়’ পরিগণনাকালে বেতন-ভাতাদি খাতে খরচ হিসেবে অননুমোদিত হবে।

এখন প্রশ্ন হলো এক্ষেত্রে আয়কর আইন ২০২৩ অনুযায়ী ২০২৩-২৪ করবর্ষের ব্যবসার আয়ের ক্ষেত্রে ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্সের কোন ধারা প্রযোজ্য? এক্ষেত্রে ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ এর ধারা ৩০ (১) প্রযোজ্য হবে। ২০২৩-২৪ করবর্ষে ‘ব্যবসা থেকে আয়’ পরিগণনাকালে ক্ষতির জেরটানা ও সমন্বয় আয়কর আইন ২০২৩ এর বিধান অনুযায়ী হবে। ২০২৩-২৪ করবর্ষে লভ্যাংশ ‘অন্যান্য উৎসের আয়’ এবং ‘আর্থিক পরিসম্পদ থেকে আয়’ একইভাবে হবে।

আরও পড়ুন: রিটার্ন দাখিলে যেসব কাগজপত্র জমা দিতে হবে

২০২২-২৩ করবর্ষের কর নিরূপণ ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ ও অর্থ আইন ২০২২ অনুযায়ী সম্পন্ন হবে। তবে, আয়কর আইন ২০২৩ কার্যকর হবার তারিখ থেকে পরবর্তীকালে সব কার্যবিধি আয়কর আইন ২০২৩ অনুযায়ী উল্লেখ করতে হবে। আয়কর আইন ২০২৩ কার্যকর হওয়ার আগের দিন পর্যন্ত রাজস্ব বোর্ড কর্তৃক নির্বাচিত অডিট মামলাগুলো ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স ১৯৮৪ এ বর্ণিত বিধান অনুসারে নিষ্পন্ন করতে হবে।

এসএম/কেএসআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।