গাউছিয়া মার্কেটে চলছে মালিক সমিতির নির্বাচন, বাড়তি পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ০৩ অক্টোবর ২০২৩

রাজধানীর এলিফ্যান্ট রোডের গাউছিয়া মার্কেট দোকান মালিক সমিতির পরিচালনা পর্ষদের নির্বাচন চলছে। নির্বাচন ঘিরে মার্কেটে বাড়তি পুলিশ মোতায়েন করেছে নিউমার্কেট থানা।

মঙ্গলবার (৩ অক্টোবর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে প্রার্থীদের ২টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। প্রথম প্যানেলে সভাপতি হিসেবে কামরুল হাসান বাবু এবং সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ আনোয়ার হোসেন বিশ্বাসের নেতৃত্বে চেয়ার প্রতীক নিয়ে ২৩ জন অংশ নিয়েছেন। অপর প্যানেলে সভাপতি হিসেবে ফরিদ উদ্দিন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে এ.বি.এম. হেলালের নেতৃত্বে ঘড়ি প্রতীক নিয়ে অংশ নিয়েছেন ২৩ জন।

সরেজমিনে নির্বাচনী এলাকা ঘুরে দেখা যায়, দুটি প্যানেলের সমর্থকরা স্লোগান দিয়ে, বাঁশি বাঁজিয়ে জনসংযোগ করছেন। পোস্টার লিফলেট বিতরণও করছেন।

এ নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আজহারুল ইসলাম মাহমুদ বলেন, প্রতিটি প্যানেল থেকে ২৩ জন করে প্রার্থী উক্ত নির্বাচনে অংশগ্রহণ করছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪৮০ জন। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো ধরনের সমস্যা বা সংঘাতময় পরিস্থিতি তৈরি হয়নি। নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করে সম্পন্ন করার জন্য আমরা সবাই মিলে একসঙ্গে কাজ করছি।

অন্যদিকে নির্বাচন ঘিরে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অপারেশন) অর্পিত ঠাকুর হালদার বলেন, নির্বাচনকে ঘিরে পুলিশ সতর্ক অবস্থায় আছে ৷ মহিলা পুলিশসহ আমাদের পর্যাপ্ত ফোর্স মোতায়েন রয়েছে ৷ শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হচ্ছে।

এমএনএইচ/এমএইচআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।