বিনা প্রতিদ্বন্দ্বিতায় ডিএসইর পরিচালক হলেন রোজারিও

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৫৫ পিএম, ২৭ নভেম্বর ২০২৩

বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচিত হয়েছেন গ্লোবাল সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি রিচার্ড ডি রোজারিও।

ডিএসইর একটি শেয়ারহোল্ডার পরিচালক পদের শূন্য আসনে তিনি ছাড়া আর কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা না দেওয়ায় নির্বাচন কমিশন তাকে বিজয়ী ঘোষণা করেছে। সোমবার (২৭ নভেম্বর) ডিএসই থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ৪ অক্টোবর ডিএসইর পরিচালনা পর্ষদের একটি শূন্য পদে নির্বাচন পরিচালনার জন্য নির্বাচন কমিশন গঠন করা হয়। বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আব্দুস সামাদকে চেয়ারম্যান করে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশনের দুই সদস্য ডিএসইর শেয়ারহোল্ডার প্রতিনিধি দেওয়ান আজিজুর রহমান এবং মোহাম্মদ এ হাফিজ।

শূন্য পদে নির্বাচন পরিচালনার জন্য গঠিত নির্বাচন কমিশন গত ৭ নভেম্বর তফসিল ঘোষণা করে। তফসিল অনুযায়ী, ২৬ নভেম্বর ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। এসময়ের মধ্যে শুধু একজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। ফলে, মনোনয়নপত্র দাখিল করা ডিবিএর প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

ডিএসইর পরিচালনা পর্ষদের শূন্য পদে নির্বাচন আগামী ১৯ ডিসেম্বর হওয়ার কথা ছিল। একজনের বেশি প্রার্থী মনোনয়পত্র জমা না দেওয়ায় শেয়ারহোল্ডার পরিচালক নির্বাচনের জন্য আর ভোটের প্রয়োজন হবে না।

এমএএস/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।