৯ বছরে অথবা ডটকম, কেনাকাটায় ৮৮ শতাংশ পর্যন্ত ছাড়

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ২৮ নভেম্বর ২০২৩

গ্রাহকের ভালোবাসায় আট বছর পূর্ণ করে নয় বছরে পা দিয়েছে জনপ্রিয় ই-কমার্স সাইট অথবা ডটকম। আর এই আনন্দ উদযাপন করতে অথবা ডটকমে আজ থেকে শুরু হয়েছে ‘গ্র্যান্ড শপিং ফেস্টিভাল’।

ফেস্টিভালে অনলাইন ক্রেতারা পাচ্ছেন লাখেরও বেশি পণ্যে ৮৮ শতাংশ পর্যন্ত ছাড়, আট টাকায় পণ্য, অথবা জাদুর বাক্স, বোগো অফারসহ ইবিএল ভিসা ডেবিট ও ক্রেডিট কার্ড এবং সাউথ ইস্ট ব্যাংক ভিসা ক্রেডিট কার্ড কেনাকাটায় ১৫ শতাংশ পর্যন্ত ছাড় (শর্ত প্রযোজ্য)। আরও থাকছে নগদ পেমেন্টে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক (শর্ত প্রযোজ্য) অফারে কেনাকাটার সুযোগ।

গ্র্যান্ড শপিং ফেস্টিভালের প্ল্যাটিনাম স্পন্সর হিসেবে সঙ্গে থাকছে ভিশন, আরএফএল গ্যাসস্টোভ, আরএফএল গিজার, দুরন্ত বাইসাইকেল, ইতালিয়ানো মেলামাইন, উইনার হটপট, ডেইলি শপিং এবং টেল প্লাস্টিকসসহ আরও অন্যান্য ক্যাটাগরির স্পন্সর।

মঙ্গলবার (২৮ নভেম্বর) অথবা ডটকমের প্রধান কার্যালয় হাজি ভিলায় প্রতিষ্ঠানটির হেড অব বিজনেস ইব্রাহিম স্বপন, হেড অব মার্কেটিং চিত্তরঞ্জন, ব্র্যান্ড ম্যানেজার মো. শাহিদুল আল-মামুন কেক কেটে আটদিনব্যাপী ক্যাম্পেইনটির উদ্বোধন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরএমআইএল ডিস্ট্রিবিউশনের হেড অব মার্কেটিং মো. শরিফুল ইসলাম, ভিশন ইলেক্ট্রনিক্সের হেড অব মার্কেটিং শেখ মাহবুবুর রহমান, ডিপিএল ডিস্ট্রিবিউশনের হেড অব মার্কেটিং ইশফাকুল হকসহ আরও অনেকে।

গ্র্যান্ড শপিং ফেস্টিভাল চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত। কেনাকাটার জন্য ভিজিট করুন

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।