যশোরে ইসলামী ব্যাংকের কর্মকর্তা সম্মেলন অনুষ্ঠিত

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৪

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির যশোর জোনের কর্মকর্তাদের সম্মেলন সম্প্রতি যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে (আইটি পার্ক) অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. আলতাফ হুসাইন ও ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর কাজী মো. রেজাউল করিম। ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. মাকসুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন যশোর জোনের প্রধান মো. শফিউল আজম।

সম্মেলনে যশোর শাখার প্রধান মো. সারোয়ার হোসাইন, কুষ্টিয়া শাখার প্রধান মো. জয়নাল আবেদীন, নোয়াপাড়া শাখার প্রধান মো. আসাদুজ্জামান এবং প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এএম শহীদুল এমরানসহ জোন, শাখা ও উপশাখার নির্বাহী ও কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।