রিহ্যাব ফেয়ার ২৪-২৮ ডিসেম্বর


প্রকাশিত: ০৭:১৬ এএম, ২০ ডিসেম্বর ২০১৪

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর শীতকালিন মেলা শুরু হচ্ছে আগামী ২৪ ডিসেম্বর মঙ্গলবার। ৫ দিনব্যাপী এই মেলা চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অফ ফেমে আয়োজন করা হয়েছে এই মেলার।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। মেলার উদ্বোধন করবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।

মেলায় মোট ১৫০টি স্টল থাকবে। কো-স্পন্সর হিসেবে অংশ নেবে ১৩টি প্রতিষ্ঠান। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। মেলার সমাপনী অনুষ্ঠান হবে ৩০ ডিসেম্বর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।