অর্থ প্রতিমন্ত্রী

মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ বাজেটে সর্বোচ্চ গুরুত্ব পাবে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৯ পিএম, ২৮ মে ২০২৪

অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান বলেছেন, বিশ্বজুড়ে মূল্যস্ফীতি-মুদ্রাস্ফীতির সমস্যা আছে। সেগুলো থেকে বাংলাদেশও বাইরে নয়। এই সমস্যা নিরসনে প্রস্তাবিত বাজেটে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

মঙ্গলবার (২৮ মে) দুপুরে পিকেএসএফ মিলনায়তনে প্রমোটিং এগ্রিকালচার কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপ্রাইজ (পেইস) প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

চিনি ও অন্যান্য খাদ্যে মূল্যস্ফীতি কমাতে বাজেটে কোনো ছাড় দেওয়া হবে কি না জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, চিনিকে আমি খুব ভালো খাদ্য মনে করি না। চিনির কথা কেন বললেন জানি না। কৃষিজাত পণ্য ও খাদ্য নিরাপত্তার জন্য সার, বীজ ইত্যাদিতে সর্বোচ্চ ভর্তুকি দেওয়া হয়। বিদ্যুতেও দেওয়া হয়। খাদ্য সহায়তার জন্য শেখ হাসিনার সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

ঘূর্ণিঝড় রিমাল মোকাবিলায় পূর্বপ্রস্তুতি নেওয়া হয়েছিল জানিয়ে অর্থ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশের অবস্থান শীর্ষে। ঘূর্ণিঝড়ে যাদের ক্ষতি হয়েছে তাদের প্রতি সহানুভূতি জানাচ্ছি। উদ্যোক্তা, কৃষকদের অনেক ক্ষতি হয়েছে। এজন্য দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় কাজ করছে, পরে কৃষি মন্ত্রণালয়ও কাজ করবে। বাজেটে উদ্যোক্তা থেকে সবার জন্য বিভিন্ন বরাদ্দ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সহযোগিতায় ২০১৮-২০২৩ সাল পর্যন্ত পেইস প্রকল্পটি বাস্তবায়ন করেছে পিকেএসএফ।

প্রধান অতিথির বক্তব্যে অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রকল্পটি দারিদ্র্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। উদ্যোক্তাদের জীবনযাত্রা সম্পূর্ণ বদলে গেছে। এভাবে উদ্যোক্তা তৈরি করলে আরও কর্মসংস্থান হবে।

পিকেএসএফের অতিরিক্ত অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ফজলুল কাদের বলেন, প্রকল্প বাস্তবায়নের ফলে ৬৪ জেলায় তিন লাখ ৮৪ হাজার কর্মসংস্থান তৈরি করেছে। এতে চার লাখ ৩৯ হাজার অতিক্ষুদ্র উদ্যোক্তা সুবিধাভোগী তৈরি হয়েছে।

এসএম/এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।