সিদ্ধিরগঞ্জে ডেইলি শপিংয়ের শোরুম উদ্বোধন

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৪:৫২ পিএম, ০১ জুন ২০২৪

নিত্য প্রয়োজনীয় বিভিন্ন পণ্যের সমাহার নিয়ে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে শোরুম চালু করেছে দেশের জনপ্রিয় রিটেইল চেইনশপ ডেইলি শপিং।

সম্প্রতি সিদ্ধিরগঞ্জের আদমজী ইপিজেড রোড়ের ভূমিপল্লীতে শোরুমটি উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ডেইলি শপিংয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার (অপারেশন) ফিরোজ আলম, হেড অব মার্কেটিং ওমর ফারুক এবং সিদ্ধিরগঞ্জ ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. আনোয়ার ইসলাম।

ক্রেতারা ডেইলি শপিংয়ের শোরুম থেকে শাক-সবজি, মাছ, মাংস, চাল, ডাল, চিনি, দুধ, ঘি, টয়লেট্রিজ পণ্য, শিশু খাদ্য, বেভারেজ, পার্সোনাল কেয়ার ও প্লাস্টিক পণ্যসহ নিত্যপ্রয়োজনীয় সব ধরনের পণ্য কিনতে পারবেন।

ডেইলি শপিংয়ের অনলাইন সাইট (dailyshoppingbd.com) বা ফোন কলে পণ্য অর্ডার করলে শোরুম থেকে এক ঘণ্টার মধ্যে হোম ডেলিভারির সুবিধা রয়েছে। এছাড়া শোরুম উদ্বোধন উপলক্ষে বিভিন্ন পণ্যে বিশেষ ছাড় ও অফার দেওয়া হচ্ছে।

ওমর ফারুক বলেন, সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের কারণে ডেইলি শপিং ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে। ক্রেতাদের ব্যাপক সাড়া পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের শোরুম চালু করা হচ্ছে।

বর্তমানে ঢাকা, খুলনা, চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে ডেইলি শপিংয়ের ৭২টি শোরুম চালু রয়েছে।

এসআইটি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।