তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৩১ পিএম, ০৫ ফেব্রুয়ারি ২০২৫

তাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সকে ১০ লাখ টাকা জরিমানা করেছে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। কর্তৃপক্ষের নন-লাইফ অনুবিভাগের উপ-পরিচালক মো. সোলায়মান স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি চিঠি বিমা কোম্পানিটিকে পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের বিশেষ নিরীক্ষায় উত্থাপিত অডিট আপত্তিসমূহের বিপরীতে কর্তৃপক্ষের শুনানির মাধ্যমে ১৪ লাখ টাকা জরিমানা করা হয় তাকাফুল ইন্স্যুরেন্সকে। কোম্পানিটি জরিমানা মওকুফের জন্য কর্তৃপক্ষের নিকট রিভিউ আবেদন করে।

কর্তৃপক্ষ রিভিউ পর্যালোচনা করে পূর্বের আরোপিত জরিমানা ১৪ লাখ টাকা থেকে ৪ লাখ টাক হ্রাস করে ১০ লাখ টাকা ধার্য করেছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

এমএএস/এমএইচআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।