৪৪তম বিসিএসের ভাইভার দিনে ৪৬’র লিখিত পরীক্ষা পড়লে যা করণীয়

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৬ এএম, ১০ এপ্রিল ২০২৫
ফাইল ছবি

চারটি বিসিএস পরীক্ষার ভয়াবহ জট নিয়ে বিপাকে পড়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। সাংবিধানিক প্রতিষ্ঠানটির নতুন চেয়ারম্যান ও কমিশন সদস্যরা সম্প্রতি দফায় দফায় বৈঠক করে ৪৪, ৪৫, ৪৬ ও ৪৭তম বিসিএস শেষ করার পরিকল্পনা করেছেন। সে অনুযায়ী মৌখিক পরীক্ষা, লিখিত পরীক্ষা ও প্রিলিমিনারি পরীক্ষার তারিখও ঘোষণা করা হয়েছে।

তবে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা ও ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্টের ঘোষিত সময়সূচি মানতে নারাজ একদল চাকরিপ্রার্থী। তারা বলছেন, ৮ মে লিখিত পরীক্ষা শুরু হয়ে প্রায় পুরো মাস চলবে। এরপর ২৭ জুন ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি টেস্ট অনুষ্ঠিত হবে। সেক্ষেত্রে প্রস্তুতি নিতে তাদের তালগোল পাকিয়ে যাবে।

বিজ্ঞাপন

প্রার্থীদের অভিযোগ, বর্তমানে ৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষা চলছে। ৪৪তম বিসিএসের লিখিত পরীক্ষায় টিকে মৌখিকে অংশ নেবেন, এমন অনেক প্রার্থীও ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা দেবেন। আবার অনেক ৪৭তম বিসিএসের প্রিলিতে অংশ নেবেন। তাদের একই দিনে পরীক্ষা পড়ে যাওয়ার আশঙ্কাও রয়েছে।

বিষয়টির সুরাহা করে দিয়েছে পিএসসি। বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যায় পিএসসির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি পরিষ্কার করা হয়েছে। কেউ এমন সমস্যায় পড়লে তার করণীয় কী, সেটাও জানিয়ে দিয়েছে পিএসসি।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রকের (ক্যাডার শাখা) চলতি দায়িত্বে থাকা কর্মকর্তা মাসুফা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ প্রসঙ্গে বলা হয়েছে, ‘কোনো প্রার্থীর ক্ষেত্রে ৪৪তম মৌখিক পরীক্ষা ও ৪৬তম লিখিত পরীক্ষা একই দিনে নির্ধারিত হলে সেক্ষেত্রে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনকে অবগত করা হলে, মৌখিক পরীক্ষার বিকল্প তারিখ নির্ধারণ করে দেওয়া হবে।’

এএএইচ/ইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।