জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু ২৮ জুন

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:৩৮ পিএম, ২৬ জুন ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথম বর্ষে ভর্তিপরীক্ষার প্রকাশিত ফলাফলে উত্তীর্ণদের চূড়ান্ত ভর্তি প্রক্রিয়া শনিবার (২৮ জুন) শুরু হবে। এদিন প্রথম মেধাতালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীরা ভর্তির ফরম ডাউনলোড করতে পারবেন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. মোস্তাফিজুর রহমানের সই করা বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রায় এক যুগ পরে গত ৩১ মে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিপরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় মোট পরীক্ষার্থী সংখ্যা ছিল ৫ লাখ ৬০ হাজার ৫৯৫ জন।

প্রকাশিত ফলাফলে উত্তীর্ণ হয়েছেন ৪ লাখ ৬০ হাজার ৭০৬ জন শিক্ষার্থী। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ৩৩ দশমিক ২৮ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের ওপরে নম্বর পেয়েছেন। বাকি ৬৬ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থী ৫০ শতাংশের নিচে নম্বর পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে প্রথম মেধাতালিকায় স্থান পেয়েছেন ২ লাখ ৬৫ হাজার ৩৬৪ জন। তারা আগামী ২৮ জুন থেকে ভর্তি ফরম ডাউনলোড করতে পারবেন। এরপর সংশ্লিষ্ট কলেজের সঙ্গে যোগাযোগ করে ভর্তিপ্রক্রিয়া সম্পন্ন করার জন্য নির্দেশ দেওয়া হলো।

এএএইচ/এমএএইচ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।