এইচএসসি পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত হয়নি: ঢাকা বোর্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০১:০০ এএম, ২২ জুলাই ২০২৫

ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে হতাহতের ঘটনায় মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২১ জুলাই) বিকেলে প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হলেও মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার। তিনি বলেন, চলমান এইচএসসি পরীক্ষা যথাসময়ে হবে। মঙ্গলবারের পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। পরীক্ষা চলমান থাকবে।

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

সময়সূচি অনুযায়ী- মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির রসায়ন (তত্ত্বীয়) দ্বিতীয়পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি দ্বিতীয়পত্র (মানবিক শাখা) পরীক্ষা হবে। এছাড়া বিকেলের শিফটে ইতিহাস দ্বিতীয়পত্র/গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন দ্বিতীয়পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয়পত্রের পরীক্ষা নেওয়া হবে।

এএএইচ/এএমএ/এমআরএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।