আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা

ব্যাংককে বাংলাদেশি ২২ খুদে শিক্ষার্থীর সবাই জিতলো পদক-সম্মাননা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০০ পিএম, ২৮ জুলাই ২০২৫
আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতায় বাংলাদেশ দলের অভাবনীয় সাফল্য

আন্তর্জাতিক গণিত প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনাল ২০২৫’ অভাবনীয় সাফল্য পেয়েছে বাংলাদেশ দল। ২২ জন শিক্ষার্থী নিয়ে গঠিত এ দলটির সবাই পদক ও সম্মাননা জিতেছে। তাদের মধ্যে চারটি স্বর্ণ, ছয়টি রৌপ্য, আটটি ব্রোঞ্জ এবং চারটি মেরিট সার্টিফিকেট।

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ২৫ থেকে ২৮ জুলাই পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ দলের নেতৃত্ব ও তত্ত্বাবধানে ছিলেন ‘বাংলার ম্যাথ’-এর সহ-প্রতিষ্ঠাতা আশরাফুল আল শাকুর, মাহতাব হোসাইন ও আহমেদ শাহরিয়ার।

স্বর্ণপদক জিতলো যারা

আনন্দনিকেতন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির অর্ণব রঞ্জন পাল, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুল, সাতারকুলের পঞ্চম শ্রেণির আরিয় ইনতিশার চৌধুরী, এসএফএক্স গ্রিন হেরাল্ড স্কুলের সপ্তম শ্রেণির মারজানা মানহা এবং কুমিল্লা জিলা স্কুলের দশম শ্রেণির মো. তাহসিন ইসলাম। তাদের মধ্যে সর্বোচ্চ নম্বর পেয়ে ‘দ্য স্টার অব ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছে তাহসিন।

ব্যাংককে বাংলাদেশি ২২ খুদে শিক্ষার্থীর সবাই জিতলো পদক-সম্মাননা

রৌপ্যপদক পেলো যারা

মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুলের জাসিয়াহ রওজাত, সানিডেল স্কুলের রায়েদ ফারযাদ, হলি ক্রস গার্লস হাইস্কুলের আর্যশ্রেষ্ঠা ঘোষ, মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের মো. আব্দুল আল হাসিব, গ্লেনরিচ ইন্টারন্যাশনাল স্কুলের আয়্যান জামান এবং স্কলাস্টিকা স্কুলের ও লেভেল শিক্ষার্থী মো. রহিম হাসান।

ব্রোঞ্জপদক পেয়েছে আটজন

অ্যাকাডেমিয়া স্কুলের ফাইজাহ্ নুমা, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের রাজর্ষি সাহা, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের রিশান আন নাফি, সানিডেল স্কুলের মুনতাহা মানহা, রাজশাহী কলেজিয়েট স্কুলের আহবাব জুলকীফাল জাহিন, সানিডেল স্কুলের ইশাম ওয়াফিদুর রহমান, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজের সাদ বিন আহমেদ এবং রাজউক উত্তরা মডেল কলেজের নাহিয়ান পারিন ইফা।

মেরিট সার্টিফিকেট পেলো চারজন

ব্রিটিশ স্ট্যান্ডার্ড স্কুলের গৈরিক পাল, হলি ক্রস গার্লস হাইস্কুলের মৃন্ময়ী ঘোষ, খুলনা কলেজিয়েট গার্লস স্কুলের শাওন্তিকা দাস মেঘা এবং বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের দেওয়ান মো. সুনান।

প্রতিযোগিতার জন্য বাংলাদেশ দল গঠনের লক্ষ্যে আয়োজন করা হয় ‘বাংলার ম্যাথ এক্সিলেন্সি চ্যাম্পিয়নশিপ ২০২৫’। এতে সারাদেশ থেকে অংশ নেয় দুই হাজারের বেশি শিক্ষার্থী।

অনলাইন বাছাইপর্ব শেষে গত ৩০ মে ঢাকার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশে (আইইউবি) অনুষ্ঠিত হয় জাতীয় পর্ব। সেখানে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেয়।

শ্রেণিভিত্তিক চূড়ান্ত পরীক্ষার মাধ্যমে ১০০ বিজয়ী নির্বাচিত হয়, যাদের মধ্য থেকে গঠিত হয় ২২ সদস্যের জাতীয় গণিত দল। দলটি ব্যাংককে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ম্যাথমেটিক্স ইনভাইটেশনালে অংশ নেয়।

এএএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।