প্রাথমিক শিক্ষকদের স্বামী-স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির সুযোগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২৪ পিএম, ২০ জুলাই ২০২৫
ফাইল ছবি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলির অনলাইন আবেদন রোববার (২০ জুলাই) থেকে শুরু হয়েছে।

উপজেলা থেকে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে বদলির জন্য আবেদন করতে পারবেন আগ্রহীরা। এ প্রক্রিয়া চলবে আগামী ২৯ জুলাই পর্যন্ত।

বিজ্ঞাপন

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ডা. ফাহিম ইকবাল জাগীরদারের সই করা অফিস আদেশ থেকে এ তথ্য জানা গেছে।

আদেশে বলা হয়েছে, যেসব সহকারী শিক্ষক তাদের স্বামী বা স্ত্রীর স্থায়ী ঠিকানায় বদলি হতে ইচ্ছুক, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে শূন্যপদের বিপরীতে অনলাইন বদলি কার্যক্রম চালুর অনুমতি নির্দেশক্রমে দেওয়া হলো। আবেদন স্বয়ংক্রিয়ভাবে যাচাই-বাছাই শেষে আগস্ট মাসের শেষ সপ্তাহে অনুমোদন সম্পন্ন হবে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

আদেশে বদলির ব্যাপারে কিছু শর্ত দেওয়া হয়েছে। সেগুলো হলো

১. শিক্ষকরা সর্বোচ্চ তিনটি বিদ্যালয় ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষকের একাধিক পছন্দ না থাকলে একটি বিদ্যালয় পছন্দ করতে পারবেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বদলির আদেশ জারি হলে তা বাতিল করার জন্য পরে কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

২. যাচাইকারী কর্মকর্তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে ১০ অক্টোবর ২০২৩ তারিখে জারিকৃত সর্বশেষ সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকা, ২০২৩ অনুযায়ী আবেদনকারীর আবেদন ও অন্যান্য কাগজপত্র যাচাই করে অগ্রায়ন করবেন।

৩. যাচাইকারী কর্মকর্তা সতর্কতার সঙ্গে যাচাই করবেন। যাচাইপূর্বক প্রেরণ করার পর পরে তা পুনঃবিবেচনার আবেদন হিসেবে গ্রহণযোগ্য হবে না।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

৪. সিটি করপোরেশনের অন্তর্ভুক্ত বিদ্যালয়সমূহ বদলি কার্যক্রমের আওতাবহির্ভূত থাকবে।

এএএইচ/এএমএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।