ইউজিসির স্থগিত নিয়োগ পরীক্ষা ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:৫৮ পিএম, ১২ জানুয়ারি ২০২৬
ফাইল ছবি

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সহকারী সচিব ও সহকারী পরিচালক পদে নিয়োগ পরীক্ষা আগামী ১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এদিন সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত বুয়েট ক্যাম্পাসে এ পরীক্ষা নেওয়া হবে।

সোমবার (১২ জানুয়ারি) দুপুরে ইউজিসির সচিব ড. মো. ফখরুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। একই সঙ্গে পরীক্ষার্থীদের সংশোধিত আসনবিন্যাস ইউজিসির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

গত ১৯ ডিসেম্বর এ দুটি পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির মৃত্যু ও তার প্রেক্ষিতে সৃষ্ট পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

ইউজিসি সূত্র জানায়, বিজ্ঞপ্তি অনুযায়ী সহকারী সচিব ও সহকারী পরিচালকের ১৫টি পদ নিয়োগ দেওয়া হবে। এসব পদের বিপরীতে মোট ৭ হাজার ৩৫১ জন চাকরিপ্রার্থী আবেদন করেছেন।

এএএইচ/ইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।