রাজশাহীতে কমেছে জিপিএ-৫, বেড়েছে পাশের হার

শিক্ষা ডেস্ক
শিক্ষা ডেস্ক শিক্ষা ডেস্ক
প্রকাশিত: ০৩:৪৪ পিএম, ১৩ আগস্ট ২০১৪

পাশের হার বাড়লেও এবার রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষার ফলাফলে কমেছে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যা। বোর্ডে এবার পাসের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। গত পরীক্ষায় ছিল ৭৭ দশমিক ৬৯ শতাংশ। এর আগে ছিল ৭৮ দশমিক ৪৪ শতাংশ।

রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ দ্য রিপোর্টকে জানান, রাজশাহী শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এবার পাশের হার ৭৮ দশমিক ৫৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ৬৪১জন পরীক্ষার্থী।

তিনি জানান, এবার বোর্ড সেরা হয়েছে রাজশাহী কলেজ। এ কলেজ থেকে ৫৮৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে।

এদিকে বুধবার দুপুর একটায় রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কনফারেন্স রুমে আনুষ্ঠানিকভাবে এএইচএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করবেন পরীক্ষা নিয়ন্ত্রক সামসুল কালাম আজাদ।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।