বিশ্ববিদ্যালয়ে ঢালাও নিয়োগ বন্ধ করতে হবে : ইউজিসি চেয়ারম্যান


প্রকাশিত: ০৮:০৭ এএম, ১৭ জুন ২০১৭
ফাইল ছবি

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে মাস্টাররোল ও অ্যাডহক ভিত্তিতে ঢালাও নিয়োগ বন্ধ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. আবদুল মান্নান।

শনিবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২৯তম সিনেট অধিবেশনে সিনেটর হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

এসময় তিনি বলেন, অ্যাডহক ও মাস্টার রোলে ঢালাও নিয়োগের প্রয়োজনীয়তা কতটুকু তা খতিয়ে দেখতে হবে। বাজেট ঘাটতি কমাতে ব্যয় কমানোর বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়ন বাড়াতে হবে বলেও তিনি উল্লেখ করেন।

সিনেট সভায় জাতীয় দৈনিকের একটি সংবাদের বিষয় উল্লেখ করে মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান বলেন, ২০১৫-১৬ সালে গবেষণার জন্য মঞ্জুরী কমিশন থেকে প্রাপ্ত বরাদ্দের মাত্র ১০ লক্ষ টাকা খরচ করে। যা একেবারেই অপ্রতুল। গবেষণার মৌলিক জায়গা হলো বিশ্ববিদ্যালয়। এটি চলমান থাকলে ভবিষ্যতে ভয়াবহ অবস্থা তৈরি হবে।

এসময় চবির সাবেক এ উপাচার্য আরো বলেন, কতটি বিভাগ খুললো আর কতজন ভর্তি হলো তা চিন্তা করলে হবে না। সমাজে তা কীভাবে ভূমিকা রাখবে তা ভাবতে হবে।

আবদুল্লাহ রাকীব/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।