বেতন চেয়ে চাকরি হারালেন দুই শিক্ষক, বাকিদের হুমকি
রাজধানীর লালমাটিয়ায় ম্যানগ্রোভ স্কুলের শিক্ষক-কর্মচারীদের দুই মাস ধরে বেতন দেয়া হচ্ছে না। পাওনা বেতন চাওয়ায় দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে বলে অভিযোগ শিক্ষকদের। বাকি শিক্ষকদের চাকরিচ্যুতের হুমকি দেয়া হয়েছে। তবে সরকারি নির্দেশনা অমান্য করে নানা কৌশলে স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীদের থেকে টিউশন ফি আদায় করছে বলে জানা গেছে।
ইংলিশ মিডিয়াম এই স্কুলের ভুক্তভোগী একাধিক শিক্ষক বলেন, করোনাভাইরাসের পরিস্থিতির কারণে গত এক মাসের বেশি সময় ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ। ১ এপ্রিল থেকে অনলাইনে ক্লাস কার্যক্রম শুরু করা হয়। শিক্ষকরা নিজ বাসায় বসে ফেসবুক লাইভে শিক্ষার্থীদের শ্রেণি পাঠদান ও বাসার কাজ দিচ্ছেন।
শিক্ষকরা জানান, দুই মাস শেষ হতে চললেও এখনও শিক্ষকদের মার্চের বেতন পরিশোধ করা হয়নি। বেতন না পাওয়ায় অনেক শিক্ষক ব্যক্তিগতভাবে অধ্যক্ষের মোবাইলে এসএমএস পাঠালেও তাতে তিনি সাড়া দিচ্ছেন না।
সম্প্রতি কয়েকজন শিক্ষক নানা মাধ্যমে বেতন চাইলে দুজনকে চাকরিচ্যুত ও অন্যদের হুমকি দেন অধ্যক্ষ। বেতন না পেলেও সবাই চাকরি হারানোর ভয়ে মুখ বন্ধ রেখেছেন। এই মহামারিতে বেতন চাওয়ার অপরাধে চাকরিচ্যুত হওয়ায় বিপাকে পড়েছেন শিক্ষকরা। অথচ বর্তমান পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করে বিকাশসহ নানা মাধ্যমে শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায় করা হচ্ছে বলে জানিয়েছেন একাধিক অভিভাবক।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর লালমাটিয়া বি-ব্লকের একটি ভাড়া বাড়িতে ২০১৩ সালে ম্যানগ্রোভ স্কুলের কার্যক্রম শুরু হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ তারেক খানসহ পাঁচজনের ব্যক্তিমালিকায় এ প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়। কিন্ডারগার্টের আদলে গড়ে তোলা হলেও এটিকে ইংলিশ মিডিয়াম স্কুলে রূপ দেয়া হয়। বিভিন্ন বিষয়ের ক্লাস নিতে ২০ জন শিক্ষক নিয়োগ দেয়া হয় স্কুলটিতে। প্লে গ্রুপ থেকে ‘এ’ লেভেল পর্যন্ত প্রায় দুই শতাধিক শিক্ষার্থী এতে ভর্তি রয়েছে।
এসব অভিযোগের বিষয়ে প্রতিষ্ঠানের অধ্যক্ষ তারেক খানের কাছে জানতে মোবাইল ফোনে তার সঙ্গে যোগাযোগ করা হয়। তিনি জানান, আমি এখন ব্যস্ত, অনলাইনে ক্লাস নিতে হবে। কোনো বিষয়ে কথা বলা সম্ভব নয় জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন তিনি। পরবর্তীতে তিনি মোবাইল ফোনটি বন্ধ করে রাখেন।
শিক্ষকদের বেতন না দিয়ে এমন সংকটময় পরিস্থিতিতে চাকরিচ্যুত করাটা অমানবিক ও অনৈতিক বলে উল্লেখ করেছেন বাংলাদেশ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জি এম নিজামউদ্দিন।
তিনি রোববার জাগো নিউজকে বলেন, বেশকিছু ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষকদের বেতন না দিয়ে চাকরিচ্যুত করার অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের অভিযোগ পেলে সংগঠনের পক্ষ থেকে ব্যবস্থা নেয়া হবে। বর্তমান পরিস্থিতিতে কারও ওপর চাপ ও অমানবিক আচরণ না করে সবাইকে মিলেমিশে কাজ করার আহ্বান জানান তিনি।
এমএইচএম/জেডএ/জেআইএম