টেলিভিশনে পাঠদান কার্যকরে শিক্ষক-শিক্ষার্থীর তথ্য চায় মন্ত্রণালয়
চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে টেলিভিশনে শ্রেণি পাঠদান আরও কার্যকর করতে প্রাথমিকের সব শিক্ষার্থীর তথ্য চেয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সেই সঙ্গে প্রাথমিক শিক্ষা অধিদফতরের কাছে শিক্ষক ও অভিভাবকদের তথ্যও চাওয়া হয়েছে।
বুধবার (৩ জুন) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি চিঠি প্রাথমিক শিক্ষা অধিদফতরে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
উপ-সচিব শামীম আরা নাজনীন স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, করোনাভাইরাস মহামারির মধ্যে প্রাথমিক বিদ্যালয় শিক্ষার্থীদের জন্য সংসদ টেলিভিশনে প্রতিদিন পাঠদান সম্প্রচার করা হচ্ছে। এই ডিজিটাল পাঠদান কার্যক্রমকে আরও কার্যকরী করে তোলা হবে। এজন্য জেলা শিক্ষা কর্মকর্তা সংশ্লিষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং প্রধান শিক্ষকদের মাধ্যমে মায়েদের মোবাইল নম্বরে যোগাযোগ করে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে পাঠাতে বলা হয়েছে।
শিক্ষার্থীদের জেলাভিত্তিক তথ্য আগামী ২০ জুনের মধ্যে ই-মেইলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি ছক আকারে পাঠাতে বলা হয়েছে।
এমএইচএম/এমএসএইচ/এমকেএইচ